সকালে মোটরসাইকেল চুরি করে বিকেলে পুলিশের হাতে ধরা

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি চোরাই মোটরসাইকেলসহ ১০টি চু‌রির মামলার আসামি মো. রানা শেখকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দি‌কে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবের সই করা এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানানো হয়।

গ্রেফতার রানা বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা ১১টার পর কোনো একসময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে মামুন হোসাইন তার রেজিস্ট্রেশন বিহীন ডিসকোভার-১২৫ সি‌সি মোটরসাইকেল‌টি বালিয়াকান্দি রেজিস্ট্রি অফিস গলির সোলাইমানের হোটেলের সামনে রেখে কম্পিউটারের দোকানে যান। এসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি সু‌যোগ বু‌ঝে মোটরসাইকেলটি সেখান থেকে চুরি করে নিয়ে যান।

পরে দুপুর সোয়া ২টার দি‌কে বালিয়াকান্দি থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষি‌তে বি‌ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিকেলে বালিয়াকান্দি থানার পাইককান্দি গ্রামের রেজাউল ইসলাম রেজার রুসা এন্টারপ্রাইজ নামে কীটনাশক ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে চু‌রি যাওয়া মোটরসাইকেলসহ রানা শেখকে গ্রেফতার করে পু‌লিশ।

আসামি রানা শেখের বিরুদ্ধে বালিয়াকান্দি, রাজবাড়ী সদর, মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ১০টি চু‌রি মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রু‌বেলুর রহমান/এমকেআর

Read Entire Article