সন্ত্রাসীদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৪, ২৪ জানুয়ারি ২০২৫

সন্ত্রাসীদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

অর্ণব শীল

খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র অর্ণব শীল (২৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

অর্ণব শীলের নিহত হওয়ার খবর জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ণব শীলের মরদেহ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব শীল চা পান করছিলেন। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। গুলি তার গায়ে লাগার পর রাস্তার ওপর পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষেয় রাত ১০টায় নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “নিহত অর্ণব শীলের মরদেহ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে অনেক মানুষের ভিড়। শুনেছি তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার শরীরের কোথায় গুলি ও কোপানো হয়েছে-তা এই মুহূর্তে বলতে পারব না। আমরা এখনো তাকে দেখতে পারিনি। কারা বা কী কারণে তাকে হত্যা করেছে তা-ও প্রাথমিকভাবে বলা সম্ভব নয়। আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ সবকিছুর খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।”

ঢাকা/নুরুজ্জামান/সাইফ

Read Entire Article