ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৯:৩৭, ২৪ জানুয়ারি ২০২৫
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথে একধাপ এগিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলেই কিংবা পরিত্যক্ত হলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১২টায় ওয়ার্নার পার্কে উইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। খেলাটি সরাসরি দেখা যাবে টফিতে।
তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। যেকোনো সংস্করণে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এটি ছিল প্রথম জয়। সব মিলিয়ে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তমে। স্বাগতিক ভারতসহ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে যাবে।
সমান পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ডের অবস্থান বর্তমানে ষষ্ঠ স্থানে। বাংলাদেশ যদি আজ জিতে কিংবা ম্যাচটি পরিত্যাক্ত হয় তাহলে নিউ জিল্যান্ডকে টপকে ষষ্ঠ স্থানে চলে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয় ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ভর করে ১৮৪ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে নাহিদা আক্তারদের ঘূর্ণিতে ১২৪ রানে থামে উইন্ডিজ। ৬০ রানের বড় জয়ে সিরিজে সমতার সঙ্গে বিশ্বকাপ যাত্রায় এগিয়ে যায় বাংলাদেশ।
ঢাকা/রিয়াদ/আমিনুল