সাতছড়িতে বন্যশুকর শিকার করে মাংস ভাগ বাটোয়ারা, আটক ৪

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২৬ জানুয়ারি ২০২৫  

সাতছড়িতে বন্যশুকর শিকার করে মাংস ভাগ বাটোয়ারা, আটক ৪

সাতছড়ি থেকে আটক ৪ বন্যশুকর শিকারি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট-মাধবপুরে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যশুকর শিকার করে মাংস ভাগ বাটোয়ারাকালে ৪ জন আটক করে মামলা দিয়েছে বন বিভাগ।

আসামিরা হলেন- জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মহাজিল গ্রামের বাসিন্দা মন্টু বাকতি, বিপন হাজদা, রতন মৃধা ও শুকরাম সাঁওতাল।  

শনিবার (২৫ জানুয়ারি) সাতছড়ি বন্যপ্রাণি রেঞ্জের তেলমাছড়া বিটের কর্মকর্তা মেহেদী হাসান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণি আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

এর আগে বন্যশুকরের মাংস ভাগ বাটোয়ারা করার সময় বন বিভাগের কর্মকর্তারা তাদের আটক করেন।

অভিযোগ রয়েছে, একটি চক্র নানা সময়ে সাতছড়ি বনে ফাঁদ পেতে মায়া হরিণ ও বন্যশুকর শিকার করে মাংস বিক্রি করছে। এতে বন্যপ্রাণি হুমকির মুখে পড়েছে।

শনিবার রাতে বিট কর্মকর্তা মেহেদি হাসান বলেন, “ইদানিং সাতছড়ি উদ্যানে বিপন্ন প্রজাতির ভালুকের অস্তিত্ব পাওয়া যাওয়ায় আমরা টহল জোরদার করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা ৪ জনকে আটক করে বন্যপ্রাণি আইনে মামলা দিয়েছি। আমরা বন ও বন্যপ্রাণি রক্ষায় কাজ করছি।”

এদিকে পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম-আহ্বায়ক বিশ্বজিৎ পাল বলেন, “একটি সংঘবদ্ধ চক্র রঘুনন্দন পাহাড় ও সাতছড়ি উদ্যানে বন্যপ্রাণি শিকার ও পাচার করছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে এদের আইনের আওতায় এনে সাজা দেওয়া প্রয়োজন।”

ঢাকা/মামুন/টিপু

Read Entire Article