ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট: ০৯:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ
সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
সোমবার (৪ জানুয়ারি) গভীর রাতে কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব হেডকোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
জানা গেছে, জুলাই-আগস্ট ছাত্র অভ্যুত্থানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের তাড়াশসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি একাধিক ব্যক্তিকে হত্যা চেষ্টা করা হয়। এসব ঘটনায় পরে তাড়াশ থানায় ভুক্তভোগীরা মামলা করেন। এ মামলায় সাবেক এই সংসদ সদস্যকে আসামি করা হয়। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।
ঢাকা/এমআর/টিপু