সিলেটে ১৫ তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৪ ফেব্রুয়ারি ২০২৫  

সিলেটে ১৫ তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

সিলেটে যৌতুকবিহীন ১৫টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরীর একটি কনভেনশন হলে এই গণবিবাহের আয়োজন করা হয়। আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন এই গণবিবাহের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাত্র—পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। 

আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ বলেন, “দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে।”

তিনি আরো বলেন, “যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।” 

ফাউন্ডেশনের কো—অর্ডিনেটর আবদুল বাছিত বলেন, “নবদম্পতিরা যাতে সুন্দরভাবে সংসার জীবন শুরু করতে পারেন সে জন্য তাদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বর—কনেকে আনা—নেওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে, সেগুলোও ফাউন্ডেশনের পক্ষ থেকে সরবরাহ করা হয়।”

বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, “যৌতুকবিহীন এই গণবিবাহ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।” 

সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঢাকা/নুর/ইমন

Read Entire Article