সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশসহ সব প্রতিষ্ঠান ঢেলে সাজাতে হবে

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশসহ সব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। গত ১৫-১৭ বছরে দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় শহরের তিতাস মোড় এলাকার সুরাইয়া ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় আলতাফ হোসেন বলেন, সুন্দর একটি নির্বাচনের জন্য সব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে আমরা এ সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচনের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত।

পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না মিয়া, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস

Read Entire Article