সেতু নির্মাণে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার

4 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২২:১০, ২৩ জানুয়ারি ২০২৫  

সেতু নির্মাণে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার

সুকুক বন্ড ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে সরকার। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণের অর্থের জন্য আগামী মার্চে এই বন্ড ছাড়বে সরকার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)’ নামে এই সুকুক বন্ডের অর্থ দিয়ে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগ উৎসাহিত করতে এই সুকুক বন্ডের শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা প্রতিষ্ঠানকে ৭০ শতাংশ এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোর অনুকূলে ১০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এছাড়া ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা সুকুক বন্ডের ২০ শতাংশ   কিনতে পারবে।

তবে এ তিন শ্রেণিতে প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে। প্রবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশে কার্যরত যে কোনো ব্যাংকে তার ও তাদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাব অথবা টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে। এই বন্ডের মুনাফা, বিক্রয়লব্ধ অর্থ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রায় বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে।

ঢাকা/এনএফ/এসবি

Read Entire Article