সোনাগাজীতে দুর্বৃত্তদের হামলায় তিন যুবদলকর্মী আহত

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২৬ জানুয়ারি ২০২৫  

সোনাগাজীতে দুর্বৃত্তদের হামলায় তিন যুবদলকর্মী আহত

ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের হামলায় তিন যুবদলকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চরদরবেশ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার জামাল উদ্দিন খোকন (৩৪), মোহাম্মদ আবদুল্লাহ টিটু (৪৩) ও রুবেল (৪০)। তারা উপজেলা যুবদলের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগরহাট এলাকায় কৃষক দলের প্রস্তুতি সভা শেষে বাড়ি ফিরছিলেন তিন যুবদলকর্মী। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে তিন জনই আহত হন। আহতাবস্থায় তাদের প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জামাল উদ্দিন খোকনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত যুবদলকর্মী মোহাম্মদ আবদুল্লাহ টিটু বলেন, ‘‘প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আমাদের পথরোধ করে। কিছু বুঝে উঠার আগে তারা এলোপাথাড়ি কুপিয়ে তিন জনকে জখম করে।’’

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, ‘‘হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। যতদূর জেনেছি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জামাল উদ্দিনসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়েছে।’’

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, ‘‘আহতরা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে।’’

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রায়হান উদ্দিন বলেন, ‘‘আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।’’

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকন বলেন, ‘‘পুরাতন সওদাগরহাট এলাকায় হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সাহাব/রাজীব

Read Entire Article