ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা
স্বল্প মূল্যে স্টল বরাদ্দ, টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার করাসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। এর ফলে সড়কের দুই পাশে যানযটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে যান ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ১১টার দিকে বরিশাল নগরীর হাতেম আলি কলেজ চৌমাথা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহসড়ক অবরোধ করেন চৌমাথা বাজার ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। পরে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
ব্যবসায়ীরা জানান, প্রায় তিন যুগ ধরে বাজারের পাশে বসে ফল ব্যবসা করছেন তারা। প্রতিদিন দুই টাকা হারে খাজনা দেওয়ার সময় থেকে অদ্ধ পর্যন্ত সরকারি সব নিয়মকানুন মেনে ব্যবসা করছেন তারা। বরিশাল সিটি করপোরেশনের যারা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা সবাই বিভিন্ন সময় বাজার আধুনিকায়নের নামে ফল ব্যবসায়ীদের সুুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাজারের ভেতর স্টল নির্মাণ করে বরাদ্দ দেবার আশ্বাস দিয়েছিলেন।
স্টল নির্মাণের পর সিটি করপোরেশন থেকে ইজারার নামে অনেক অর্থ ধার্য করা হয়েছে। যা ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই অল্প বরাদ্ধে নির্মানকৃত স্টল যাতে তারা পেতে পারেন সে বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো: টেন্ডার বাতিল করতে হবে, স্বল্প মূল্যে ফল ব্যবসায়ীদের মধ্যে স্টল বরাদ্ধ দিতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে টেন্ডারের মাধ্যমে বরাদ্দকৃত স্টল বাদ দিয়ে তাদের (আন্দোলনরত ব্যবসায়ী) ফয়সালা দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন- মো. সহিদ খান, আব্দুল জলিল, মো. শহিদুজ্জামান, মো. আরমান হোসেন, রবিউল হক, আনিচুর রহমান।
ঢাকা/পলাশ/মাসুদ