স্টারমারের প্রশংসায় ট্রাম্প

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১১:১৭, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:১৯, ২৬ জানুয়ারি ২০২৫

স্টারমারের প্রশংসায় ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে স্টারমার এখন পর্যন্ত ‘খুব ভালো কাজ করেছেন’ বলে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের মধ্যে ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। 

শনিবার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিমান বোর্ড এয়ার ফোর্স ওয়ানের প্রেস রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিবিসির প্রশ্নের জবাবে এসব বলেছেন ট্রাম্প। 

সংবাদমাধ্যমটিকে ট্রাম্প আরও বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফোনে কথা বলবেন উভয় নেতা।

বিবিসির তথ্যানুসারে, স্টারমার এবং ট্রাম্পের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প-স্টারমার এর আগে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন, যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে কিয়ার স্টারমারের একটি সফরও রয়েছে।

তবে ধনকুবের ও ট্রাম্পের মিত্র ইলন মাস্ক স্টারমারের ব্যাপারে বেশ সমালোচনামূলক অবস্থান নিয়েছেন এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি বারবার আহ্বান জানিয়েছেন।

স্যার কিয়ারের বিষয়ে ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। তাকে আমি বেশ পছন্দ করি। তিনি উদারপন্থি, যা আমার থেকে একটু ভিন্ন, তবে আমি মনে করি, তিনি খুব ভালো মানুষ এবং এখন পর্যন্ত খুব ভালো কাজ করেছেন।”

ট্রাম্প আরো বলেন, “তিনি (কিয়ার স্টারমার) তার দেশের দর্শনকে প্রতিনিধিত্ব করেছেন। আমি হয়তো তার দর্শনের সঙ্গে একমত নই, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।”

দ্বিতীয় মেয়াদে প্রথম আন্তর্জাতিক সফরে কোথায় যেতে পারেন এ প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটি সৌদি আরব হতে পারে, এটি যুক্তরাজ্যও হতে পারে। ঐতিহ্যগতভাবে এটি যুক্তরাজ্য হতে পারে।”

ডোনাল্ড ট্রাম্প বলেন, “গতবার আমি সৌদি আরব গিয়েছিলাম, কারণ তারা যুক্তরাষ্ট্রের ৪৫০ বিলিয়ন ডলারের পণ্য কেনার চুক্তি করেছিল।”

ঢাকা/ফিরোজ

Read Entire Article