হাবের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

22 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে সরকার। কমিটি বাতিল করে একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বৈষম্যবিরোধী হজ এজেন্সিস মালিক, মেসার্স এসআর ট্রেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ইস্ট বাংলা হজ সার্ভিস লিমিটেড এবং হাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আল নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারীর আলাদা আলাদাভাবে উপস্থাপিত অভিযোগের বিষয়ে হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।

‘হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের সার্বিক কার্যক্রমে সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে সম্পাদন করতে না পারায় অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের হজ ব্যবস্থাপনায় বর্তমান কার্যনির্বাহী কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ (১) অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়।’

হাবের চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক বলে অফিস আদেশে জানানো হয়।

তাই বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে সরকারের অনুমোদনে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবের আগের কমিটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম পলাতক রয়েছেন। এরপর গত ২৬ সেপ্টেম্বর হাবের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমদ সরদার, যিনি আগে মহাসচিব ছিলেন। ফরিদ আহমেদ মজুমদারকে মহাসচিব করা হয়। ইসি সদস্য হন মেজবাহ উদ্দিন সাঈদ। যে কমিটি এখন বাতিল করা হলো।

আরএমএম/এমএইচআর/এমএস

Read Entire Article