হামলায় জড়িতদের গ্রেফতারে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়ায় সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা ছাত্র-জনতার ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে মেহরাব সিফাতের সঞ্চালনায় ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন, ‘সাভার-আশুলিয়া এলাকায় অসংখ্য ভাই-বোন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, অঙ্গহানি ঘটেছে কিন্তু প্রশাসন এখনো এসবের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ নাকি তাদের খুঁজেই পাচ্ছে না। থানায় খোঁজ নিলে জানা যায়, অসংখ্য মামলায় গ্রেফতার ১০-১২ জন।’

আরেক শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘আমরা চাই সরকার অতিদ্রুত বিচার কার্যক্রম শুরু করবে। আমরা কোনো মব জাস্টিস চাই না। কিন্ত সরকার যা শুরু করেছে তাতে মনে হচ্ছে ছাত্র-জনতাকে মব জাস্টিসের দিকে লেলিয়ে দেওয়া হচ্ছে।’

সৈকত ইসলাম/এসআর/এমএস

Read Entire Article