ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
এবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ এর হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন আয়োজনটির উপস্থাপিকা নুসরাত জাহান জেরি। তিনি দাবি করেছেন, হিজাব বা নিকাব পরা নিয়ে কোনো নিয়ম জারি করেনি চ্যানেল আই কর্তৃপক্ষ।
এর আগে হিজাব পরে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির টকশোতে যুক্ত হওয়া যাবে না বলে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফিকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, বিবিসি, ডয়েচে ভেলে কিংবা সিএনএন এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে হিজাব বা নিকাব পরে অহরহ সাক্ষাৎকার দিচ্ছেন মুসলমান নারীরা। একই অবস্থায় টক-শো করতেও কোনো সমস্যায় পড়েননি তারা। এক্ষেত্রে নিকাব নিয়ে চ্যানেল আইয়ের সমস্যা কী- এমন প্রশ্নও তোলেন তাদের কেউ কেউ।
এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে উপস্থাপিকা নুসরাত জাহান জেরি বলেন, ‘চ্যানেল আইয়ে যেই শো এর অতিথি নিয়ে এতকিছু, সেই শো এর উপস্থাপিকা আমি! প্রথম থেকেই যারা আমাদের শো দেখেন, আপনারা দেখেছেন যে হিজাব, শাড়ি, জিন্স, কুর্তি, টুপি, পাঞ্জাবি সব ধরনের পোশাক পরা মানুষই আমাদের অতিথি ছিলেন।’
তিনি মানুষের স্বাধীনতায় বিশ্বাসী বলে পোস্টে উল্লেখ করেন এই উপস্থাপিকা। সেখানে তিনি আরও দাবি করেন, তার শো-তে নিকাব নিষিদ্ধ নয় এবং এমন কিছু হলে তিনি নিজেই এর বিরুদ্ধে দাঁড়াতেন। এমনকি সেই শো এর প্রযোজক নিজেও এমন কিছু হতে দিতেন না বলে জানান নুসরাত জাহান জেরি।
চ্যানেল আই কর্তৃপক্ষ ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি উল্লেখ করে উপস্থাপিকা বলেন, ‘চ্যানেল আই কর্তৃপক্ষ আমায় কোনোদিন নো হিজাব/নো নিকাব রুলস দেয়নি। আমার জানামতে কাউকেই দেয়নি। পুরো ব্যাপারটায় এমন মিসকমিউনিকেশন হয়েছে যে এখনো কি বলবো ভাবছি! আদৌ বলবো কিনা তাও ভাবছি।’
এএমএ/জিকেএস