হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করা যাবে

22 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

হোয়াটসঅ্যাপে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাস দেওয়া যায়। এমনকি এখন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে পছন্দের গান যুক্ত করতে পারছেন ব্যবহারকারীরা। এবার এক বড়সড় চমক দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। খুব শিগগির হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেট শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে।

যদিও এটি স্বয়ংক্রিয় ভাবে তা শেয়ার হয়ে যাবে না। সেজন্য ‘হু ক্যান সি মাই স্ট্যাটাস’-এ গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি ও ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে। মেটার ঘোষণা, তারা হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারে পরিবর্তিত করতে চায়। তবে সেক্ষেত্রেও চ্যাট ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেডই থাকবে।

তবে কবে থেকে এটি চালু হবে তা এখনো জানা যায়নি। এছাড়াও মেটা একগুচ্ছ ফিচার নিয়েও কাজ করছে। যার মধ্যে অন্যতম ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার ও ইমাজিন মি ক্রিয়েশমকে একজায়গায় নিয়ে আসা।

এছাড়াও নতুন নতুন ফিচার আনার কথা জানা গিয়েছে। যার মধ্যে অন্যতম ক্যামেরা এফেক্ট। গত বছর ভিডিও কলের ক্ষেত্রে আনা হয়েছিল নতুন সব ক্যামেরা এফেক্ট। এবার ছবি ও ভিডিও শেয়ার করার সময়ও ইউজাররা ব্যবহার করতে পারবেন তিরিশটি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার ও এফেক্ট!

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Read Entire Article