১০০ শিল্পীর পিয়ানোতে রমার তিন গান

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

এ প্রজন্মের সুপরিচিত গায়িকা শারমিন রমা। কাজ শুরু করেছেন গানের একটি নতুন প্রজেক্টে। ১০০ জন শিল্পী নিয়ে ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। এতে থাকছে রমার গাওয়া তিনটি ফোক গান।

নিজের এই নতুন কাজ সম্পর্কে রমা বললেন, ‘প্রজেক্টের ভাবনাটি আমার কাছে দারুণ লেগেছে। ফোক গান বা লোকসঙ্গীতের অসামান‍্য ভান্ডার থেকে গানগুলো বাছাই করা হচ্ছে। সেখানে এত এত শিল্পীর মধ্যে নিজেও থাকতে পারছি ভেবে আমি আনন্দিত।’

রমা জানান, চলতি মাসেই পিয়ানোর জন্য ভয়েস দেয়া শেষ করবেন তিনি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে ভিডিও তৈরি হবে গানগুলোর।

রমা গান ছাড়াও সাংবাদিকতায় যুক্ত দীর্ঘদিন ধরে। সেখানেও বেশ ব্যস্ত সময় কাটছে তার। রমা বলেন, ‘আমি বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো ‘বাংলাদেশ ট্রেন্ডিং’ ও ‘বিবিসি প্রবাহ’ নিয়মিতভাবে চ‍্যানেল আইতে প্রচার হচ্ছে।’

পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। গেল ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়।

এলআইএ/এমএস

Read Entire Article