ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলী থেকে রিংসহ চাবি বের করা হয়েছে। রিংসহ দুটি চাবি গিলে ফেলেছিল শিশুটি। এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে পাকস্থলী থেকে সেই চাবির রিং অপসারণ করেন হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস ও তার টিমের সদস্যরা। শনিবার রাতে ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই... বিস্তারিত