১৭ বছর পর প্রকাশ্যে সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবির

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২১ জানুয়ারি ২০২৫  

১৭ বছর পর প্রকাশ্যে সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবির

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র সংগঠন ছাত্রশিবির।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কলেজ শাখা শিবিরের নতুন কমিটি ঘোষণার মাধ্যমে তারা প্রকাশ্যে আসে। ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের এ কমিটি ঘোষণা করে। 

কমিটিতে কলেজ শাখা শিবিরের ২০২৫ সেশনের সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নূর নবী এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাজিব হোসাইন। তবে কমিটির বাকি পদগুলো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি মো. নূর নবী বলেন, “ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সব সময় যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল। বিগত ফ্যাসিবাদ আমলে মিডিয়ার অপব্যবহার করে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে।”

তিনি বলেন, “ছাত্র রাজনীতি হোক জ্ঞানের পাঠশালা। আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সব দাবি নিয়ে ক্যাম্পাসে বিগত বছরগুলোতে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।”

তিনি আরো বলেন, “আপাতত আমাদের দুজনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।”

সভাপতি সাবেক ডেমরা দক্ষিণ শাখার সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক রাজিব হোসাইন অত্র কলেজ শাখা শিবিরের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ শাখার সহসম্বয়ক ছিলেন।

ঢাকা/ইয়াছিন/মেহেদী

Read Entire Article