২০ বছর পর আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি উদ্ধার

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে দীর্ঘ ২০ বছর ধরে আওয়ামী লীগ নেতার দখলে ছিল ১১ বিঘা জমি। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। ওই জমি দখলমুক্ত করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে জমিগুলো উদ্ধার করা হয়। বেলকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহযোগিতায় জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত আব্দুর রহমান উপজেলার বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এবং মধ্য বেলকা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

২০ বছর পর আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি উদ্ধার

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তিনি এলাকায় আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন। জমির প্রকৃত মালিকরা বহু বছর ধরে তাদের অধিকার ফিরে পেতে লড়াই চালিয়ে আসছিলেন। বেলকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে কয়েক দফা আবেদনের পর জমির সঠিক মালিকানা নিশ্চিত করা হয়। জমিগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জমি ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন মৃত আফাজ উদ্দিন বেপারীর ছেলে রেজাউল আলম, মকিজল মেকারের ছেলে মমিনুল ইসলাম, মৃত আব্দুল মজিদের ছেলে নুরুল ইসলাম, আব্দুল জলিলের ছেলে হায়দার আলী, ওমর উদ্দিনের মেয়ে ওমেদা বেগম, আব্দুল মুন্সি শমছেল মিয়া, তরিকুল্লাহ সোনারের ছেলে নছর শেখ, জহুর উদ্দিন শেখের ছেলে আজিজুল হক, শেয়ালু শেখের ছেলে ইছাহক আলীসহ আরও কয়েকজন।

দীর্ঘদিন অপেক্ষার পর জমি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন রেজাউল আলম। তিনি বলেন, ‘২০ বছর ধরে আমরা এই জমি ফেরত পেতে চেষ্টা করছিলাম। আজ জমি ফিরে পেয়ে মনে হচ্ছে আমাদের অধিকার পুনরুদ্ধার হয়েছে। আমরা গ্রাম আদালত ও ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ।’

২০ বছর পর আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি উদ্ধার

জমি ফিরে পাওয়া হায়দার আলী বলেন, ‘আমাদের জমি এতদিন অন্যের দখলে ছিল। আজ এটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ায় আমরা খুবই আনন্দিত। ইউনিয়ন পরিষদের এ ধরনের উদ্যোগ সবসময় অবিচারের বিরুদ্ধে কার্যকর হবে বলে আশা করি।’

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘বহু বছর ধরে জমি উদ্ধারের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। গ্রাম আদালত ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জমিগুলো উদ্ধার সম্ভব হয়েছে। এটি ন্যায়বিচারের একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।’

এ বিষয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জাগো নিউজকে বলেন, ‘গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজকের ফয়সালা সেটির প্রমাণ। ভবিষ্যতেও আমরা এলাকার মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবো।’

এ এইচ শামীম/এসআর/এএসএম

Read Entire Article