ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটে ২৮ দিন ধরে রৌমারী-চিলমারী ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। ফলে পারাপারের জন্য আসা মালবাহী ও পণ্যবাহী ট্রাকগুলো নদীর দুপাশে অবস্থান করছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, পানি কমে নদীর বিভিন্ন স্থানে গভীরতা ছয় ফুট হয়েছে। খনন করে অন্তত সাত ফুট গভীর করলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। খননের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ দিন ধরে ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট চলছে। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ফেরির নিচের অংশ মাটিতে আটকে যাওয়ায় ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। এতে রৌমারী-চিলমারী ফেরিঘাটের দুপাড়ে পণ্যবাহী ট্রাক আটকে আছে। অনেক পরিবহন অপেক্ষার পর ভিন্ন পথে চলে গেলেও প্রতিদিনই আসছে গাড়ি। ফেরি চলাচল কখন স্বাভাবিক হবে তা অনিশ্চিত।
স্থানীয় রাজু আহমেদ বলেন, ‘নদীর ড্রেজিং ঠিকমতো চললে এমন অবস্থায় পড়তে হতো না। সরকার ড্রেজিংয়ের জন্য টাকা ব্যয় করছে কিন্তু সেই কাজ দিনে দু-তিন ঘণ্টা চলে। তাহলে কীভাবে দ্রুত সমাধান হবে?’
ট্রাকচালক সাইদুল ইসলাম বলেন, ‘আমি প্রতি সপ্তাহে রৌমারী ঘাট হয়ে ট্রাক নিয়ে জামালপুর যাই। গতকাল রাতে এসে শুনি ফেরি চলাচল বন্ধ। পাথরবোঝাই ট্রাক নিয়ে পথে আছি। জানি না কবে নাগাদ ফেরি চলাচল শুরু করবে। খুবই বিড়ম্বনায় পড়েছি।’
চিলমারী ফেরি সার্ভিস বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, গত ২৮ দিন ধরে ব্রহ্মপুত্রে নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ আছে। নদের দুদিকে ড্রেজিংয়ের কাজ চলমান। আশা করছি দ্রুততম মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস