৫ দাবিতে উপাচার্য বরাবর জাবি ছাত্রদলের স্মারকলিপি

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২২ জানুয়ারি ২০২৫  

৫ দাবিতে উপাচার্য বরাবর জাবি ছাত্রদলের স্মারকলিপি

জুলাই হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিচার, জাকসুর সংস্কারসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ স্মারকলিপি প্রদান করে তারা।

এর আগে, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ট্রান্সপোর্ট চত্বর থেকে একটি মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়। পরে উপাচার্য আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। একপর্যায়ে উপাচার্য ঘটনাস্থলে আসলে শাখা ছাত্রদলের আহ্বায়ক স্মারকলিপির দাবিগুলো পাঠ করেন।

প্রশাসনিক ভবনের সামনে অবস্থানকালে ছাত্রদল নেতাকর্মীদের ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘জাকসুর সংস্কার, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

স্মারকলিপিতে উল্লেখিত তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জাকসু নির্বাচনের পূর্বে গঠিত কমিটিগুলোর সুপারিশ ও ছাত্র সংগঠনগুলোর দাবি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করতে হবে; বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ভেঙে দিয়ে সিন্ডিকেট পুনর্গঠন করতে হবে; জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার করার জন্য ‘গঠনতন্ত্র সংস্কার কমিটি’ গঠন করতে হবে এবং বিগত ১৭ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্যাম্পাসে ত্রিয়াশীল ছিল শুধু তাদের সঙ্গে আলোচনাক্রমে জাকসুর গঠনতন্ত্র যুগোপযোগী করতে হবে।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- জাকসু নির্বাচনকে ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে; জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নৃশংস হামলা করেছিল, জাকসু নির্বাচনের পূর্বে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি আলাদা সেল গঠন করে তার বিচার নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমরা পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সংস্কারে সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছি।”

ঢাকা/আহসান/মেহেদী

Read Entire Article