ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোম্পানিতে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি স্টারগেট গঠনের ঘোষণা দেন তখন তার সাথে ছিলেন প্রযুক্তি জগতের বড় নাম স্যাম অল্টম্যান ও ল্যারি এলিসন। এছাড়াও ছিলেন জাপানের টেক টাইকুন মাসাইয়শি সন।
ডোনাল্ড ট্রাম্প জানান, এই কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এতে করে ১ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হবে। ওরাকলের ল্যারি এলিসন জানান, টেক্সাসে ডেটা সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে। এজন্য সেখানে ১০টি ভবন নির্মাণ করা হচ্ছে, পরবর্তীতে তা ২০টি উন্নীত হবে।
ওপেনএআই-এর অল্টম্যান বলেন, এটাই এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। অপরদিকে মাসাইয়শি সন বলেন, আমেরিকার সোনালী যুগের সূচনা হলো।
এদিকে ক্ষমতা গ্রহণ করেই এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কোস্টগার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফেগানকে বরখাস্ত করেছে। মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান ছিলেন তিনি। খবর রয়টার্সের।
২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য লিন্ডা লিকে বেছে নেন।
ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান কোস্ট গার্ডের ওয়েবসাইটে পোস্ট করা একটি বার্তায় নিশ্চিত করেছেন যে ফেগান তার ‘দীর্ঘ এবং বর্ণাঢ্য কর্মজীবন’ থেকে অব্যাহতি পেয়েছেন।
- আরও পড়ুন:
- চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প
- চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে যাবেন ট্রাম্প
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনগত ব্যর্থতা ও মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেওয়ার অক্ষমতার কারণে ফেগানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন হাফম্যান।
টিটিএন