ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক কার্ড গ্রহণের মতো অভিযোগে ৬০ হাজার টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্ড বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। বাতিল এসব কার্ডগুলো দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল জানান, 'যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড... বিস্তারিত