৭ বছর পর বাংলাদেশি স্বামী-স্ত্রীকে ফেরত দিলো ভারত

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

অবৈধপথে ভারতের গুজরাটে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হয়েছিলেন স্বামী-স্ত্রী। পরে সাজা শেষে দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরলেন তারা।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী ঝরনা খাতুনকে (৩২) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

জানা যায়, দালালের মাধ্যমে অবৈধপথে ২০১৮ সালের ১৮ মার্চ রশিদ শেখ ও ঝরনা খাতুন ভারতে প্রবেশ করেন। তারপর তারা চলে যান গুজরাটে। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে গুজরাট পুলিশের হাতে আটক হন তারা। সেখানকার আদালত তাদের সাত বছরের সাজা দেন। গুজরাটের সেন্ট্রাল কারাগারে সাজা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি স্বামী-স্ত্রী দম্পতিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

মো. জামাল হোসেন/জেডএইচ/

Read Entire Article