৯ ঘণ্টা বন্ধের পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৩৯, ২৪ জানুয়ারি ২০২৫

৯ ঘণ্টা বন্ধের পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। 

এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন উভয় ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ রাখা হয়। টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে যানবাহন সিরিয়ালে পারাপারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় দ্রুত যানবাহন পারাপার সম্ভব হচ্ছে।”

অন্যদিকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, “ঘন কুয়াশায় মাঝরাতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টায় স্বাভাবিক হয়।”

চলতি শীত মৌসুমের শুরু থেকে পদ্মা ও যমুনা নদী অববাহিকায় কুয়াশায় ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, “পদ্মা নদীর দৌলতদিয়া, পাটুরিয়া ও আরিচা এবং যমুনা নদীর কাজিরহাট নৌপথে সতর্কতার সঙ্গে ফেরিসহ নৌযান চলাচল করতে হচ্ছে।”

ঢাকা/চন্দন/ইমন

Read Entire Article