অপারেশন ‘ডেভিল হান্ট’, ঝিনাইদহে গ্রেপ্তার ৫

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৫  

অপারেশন ‘ডেভিল হান্ট’, ঝিনাইদহে গ্রেপ্তার ৫

ফাইল ফটো

ঝিনাইদহে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ঝিনাইদহ সদর, শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের ছাবের আলীর ছেলে কামাল শেখ, শৈলকূপার কৌপাড়া গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে সাইদ বিশ্বাস, একই উপজেলার সাতগাছি গ্রামের আমিন আলীর ছেলে মুকুল আহমেদ, কালীগঞ্জের খড়িকাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইলের ছেলে আতাউর রহমান ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে আরিফুল ইসলাম।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গতকাল সোমবার রাত ও মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাদের আদালত সোপর্দ করা হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

Read Entire Article