অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানালেন নুরুল হক নুর

2 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

 

‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্বৃত্তদের ধরার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানকে স্বাগত জানাই। দেশে আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করতে সামরিক বাহিনী, পুলিশ, র্যাব এবং ছাত্র-জনতা যৌথভাবে কাজ করবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল। এদের যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আগামীর বাংলাদেশে এরকম ফ্যাসিস্ট তৈরি হবে। খুনি স্বৈরাচার তৈরি হবে। আমরা বার বার ছাত্র-জনতার রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না।

তিনি আরও বলেন, এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে, কেউ ভারতের গোলামি করে, কেউ পাকিস্তানের গোলামি করে, কেউ মার্কিনপন্থি, কেউ চিনপন্থি। কিন্তু আমরা বার বার বলছি কেউ কোনো পন্থি হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না।

পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলামের (শহীদুল) সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

এছাড়া আরও ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণমাধ্যম সমন্বয়ক ও উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ-সভাপতি শফিকুল ইসলাম (শফিক), বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার প্রমুখ।

এসকে রাসেল/জেডএইচ/জেআইএম

Read Entire Article