প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

লালমনিরহাটে চাকরি জীবনের শেষদিনে এক প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষার্থী, সহকর্মীরা ও এলাকাবাসী। সুসজ্জিত টমটম গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারকে এভাবে বিদায় জানাতে দেখা যায়।

অবসরে যাওয়া প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার চলবলা ইউনিয়নের বারাজান গ্রামের বাসিন্দা। তিনি বারাজান এসএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

লালমনিরহাটে চাকরি জীবনের শেষদিনে এক প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষার্থী, সহকর্মীরা ও এলাকাবাসী

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ছিল প্রদীপ কুমারের চাকরি জীবনের শেষ কর্মদিবস। তাকে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ। আলোচনা সভা ও সম্মাননা দেওয়া শেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে। টমটম গাড়ির আগে পিছে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

গাড়িতে ওঠার সময় বিদায়ী প্রধান শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রদীপ কুমার।

লালমনিরহাটে চাকরি জীবনের শেষদিনে এক প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষার্থী, সহকর্মীরা ও এলাকাবাসী

বিদায়কালে প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি বিদায় নিচ্ছি কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘বিদায় বড় কষ্টের তবুও মানতে হবে। আমাকেও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্মরণে রাখতেই এমন ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন।’

লালমনিরহাটে চাকরি জীবনের শেষদিনে এক প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষার্থী, সহকর্মীরা ও এলাকাবাসী

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, একজন শিক্ষক যখন তার চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান, তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। জেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়। শুধু প্রদীপ কুমার সরকার নন, প্রতিটি শিক্ষকের বিদায় এমনই হওয়া উচিত।

রবিউল হাসান/এসআর/জেআইএম

Read Entire Article