‘অল টাইম’ এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

10 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দেশের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড ‘অল টাইম’ রাজধানীতে পথচারী ও চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। রমজানের শুরু থেকে রাজধানীর প্রায় ৩০টি পয়েন্টে এ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

অল টাইমের উদ্যোগে এরই মধ্যে কয়েক হাজার পথচারী ও চালকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, প্রাণ ড্রিংকিং ওয়াটার, অল টাইমের ব্রেড, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য।

রাজধানীর শাহবাগ, মতিঝিল, মহাখালী, যাত্রাবাড়ী, বনানী, ফার্মগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে অল টাইম এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহাম্মদ আলী হাসান বলেন, যানজট ছাড়াও দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহুর্তে সড়কে কাটাতে হচ্ছে। এ সময়ে রোজাদারদের স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইফতারের ঠিক আগের মুহুর্তে আমাদের প্রতিনিধিরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বুথের মাধ্যমে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। আবার গণপরিবহনে গিয়েও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

এসএনআর/এমএস

Read Entire Article