অসহায়দের ইফতার ও ঈদ সামগ্রী দিলো ‘আলোকিত মানুষ’

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মো আশাবুল হক, প্রক্টর প্রফেসর ড. মো আরফান আলী প্রমুখ।

ঈদ সামগ্রী নিতে আসা মো. ফজলুল হক বলেন, এর আগেও আমি মামাদের (শিক্ষার্থীদের) দেওয়া কম্বল নিয়েছি। তারা শীতের সময় কম্বল দেন, ঈদের আগে চিনি, নুডলস, সেমাই দেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার বলেন, আলোকিত মানুষ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন থেকে একটু আলাদা। সংগঠনটি সেবামূলক কাজের মাধ্যমে নিজেদের অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করবো এই সংগঠনকে যথাসাধ্য সহযোগিতা করার জন্য।

অনুষ্ঠানে সাত শিক্ষার্থীকে স্কুলে ধর্মীয় শিক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয়।

সাইদ আহম্মদ/কেএসআর

Read Entire Article