ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে লাশ বহনকারী খাটিয়া নিয়ে মিছিল বের করা হয়। মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলটি মুজিব সড়ক হয়ে আলীপুর ইমাম উদ্দিন স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ ছাত্র সমন্বয়ক সোহেল রানা, তামান্না বিনতে তাফসির ও সাইফ খান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘‘আওয়ামী লীগ থাকলে এদেশে শান্তি ফিরে আসবে না। যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, তাদের বিচার করা হবে, তত দ্রুত এদেশে শান্তি ফিরে আসবে।’’
তারা বলেন, ‘‘গণঅভ্যুত্থানের আন্দোলনে আমাদের উপরে যারা সরাসরি হামলা চালিয়েছে, এখনো তারা আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি করি। যতক্ষণ না তাদের বিচার হবে ততক্ষণ আন্দোলন চলবে।’’
ঢাকা/তামিম/বকুল