আইপিএল শুরু আগামীকাল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা-বেঙ্গালুরু

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

আগামীকাল শনিবার পর্দা উঠছে আইপিএল ২০২৫ আসরের। ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও কলকাতার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। ১৭ বছর পর ফের এ দু'দলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল।

আইপিএল মানেই ক্রিকেটার ও দর্শকদের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন নামিদামি ক্রিকেটাররা। মনে ভরে খেলা দেখার জন্য গ্যালারির আসন দখলে নেন শত শত দর্শক।

গেল ১৭টি আসরে শত শত ম্যাচ হয়ে গেছে আইপিএলে। তবুও দর্শকদের মধ্যে খেলার দেখার আগ্রহ যেন বিন্দুমাত্র কমেনি। বিনোদনের নেশায় বুদ হওয়া দর্শকরা তৃপ্তির খোঁজে এবার ভীড় জমাবেন গ্যালারিতে। এই যেমন আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে।

কলকাতার এই ম্যাচে সব টিকিট বিক্রি হয়ে গেছে আরও আগেই। আজিঙ্কে রাহানে-ভেঙ্কটেশ আইয়ারদের বিপক্ষে রাজত পতিদার-বিরাট কোহলিদের লড়াই খুব জ্বমে উঠবে এমন প্রত্যাশা ভক্তদের।

তবে আগামীকাল বৃষ্টির আশংকাও রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দক্ষিণ বঙ্গে বজ্রঝড় এবং বৃষ্টিপাত হতে পারে। তবে ভক্তদের প্রত্যাশা, বৃষ্টির বাধা ছাড়া বেশ ভালোভাবেই মাঠে গড়াবে এবারের উদ্বোধনী আসর।

এমএইচ/

Read Entire Article