ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ফরিদপুর শহরের অন্তত দেড় শতাধিক অবৈধ-অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত জনতা ব্যাংকের মোড় থেকে হাজী শরিয়তুল্লাহ বাজার পর্যন্ত সড়ক ও বেইলি ব্রিজের ওপরে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বি। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বি জানান, শহরের ব্যস্ততম সড়কটি অবৈধভাবে দখল করে অস্থায়ীভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলো। এতে নিউ মার্কেসহ আশেপাশের বিপনী বিতান ও হাজী শরিয়াতুল্লাহ বাজারে আসা ক্রেতারা প্রতিনিয়ত চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, এরপর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসএএইচ