আইয়ার ও অর্শদীপে পাঞ্জাবের জয়

11 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ০৮:৫০, ২৬ মার্চ ২০২৫  

আইয়ার ও অর্শদীপে পাঞ্জাবের জয়

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে ‘আইপিএল-২০২৫’ আসর শুরু করলো পাঞ্জাব কিংস। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দারুণ সূচনা করলো দলটি। প্রথম ম্যাচেই তিনি ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর শশাঙ্ক সিং মাত্র ১৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতে পাঞ্জাব কিংস ৫ উইকেট হারিয়ে তাদের দলীয় সর্বোচ্চ ২৪৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জবাবে দিতে নেমে গুজরাট টাইটান্স ৫ উইকেট হারিয়ে ২৩২ রানে থামে।

২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট অবশ্য দুর্দান্ত সূচনা করেছিল। ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল মিলে ৬১ রানের জুটি গড়েন। তবে গ্লেন ম্যাক্সওয়েল গিলকে ব্যক্তিগত ৩৩ রানে আউট করে পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দেন। তবে সুদর্শন তার বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ত্রয়োদশ ওভারের তৃতীয় বলে দলীয় ১৪৫ রানের মাথায় আউট হন তিনি। যাওয়ার আগে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে যান। তার উইকেটটি নেন অর্শদীপ সিং।

এরপর জস বাটলার ও শেরফানে রাদারফোর্ড ৫৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন। কিন্তু বদলি খেলোয়াড় বৈশাক বিজয়কুমার ১৫তম ওভারে এসে মাত্র ৫ রান দিয়ে পাঞ্জাবকে এগিয়ে দেন।

বাটলার হাফ সেঞ্চুরি করলেও মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর রাহুল তেওটিয়া মাত্র ৬ রান করেই রান আউট হলে আরও পিছিয়ে পড়ে গুজরাট। জেতার জন্য শেষ দিকে অবশ্য দ্রুত রান তোলার দরকার ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত রাদারফোর্ড ২৮ বলে ৪৬ রান করেও দলকে জেতাতে পারেননি। অর্শদীপ তাকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। এছাড়া জানসেন ও ম্যাক্সওয়েলও ১টি করে উইকেট নেন।

তার আগে পাঞ্জাব ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪৭ রান করে গুজরাটের বোলারদের ওপর চড়াও হন। ৩.৮ কোটি রুপিতে কেনা এই ব্যাটার প্রথমে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকান, এরপর চার মারেন।

কাগিসু রাবাদা প্রথম ব্রেকথ্রু এনে দেন প্রভসিমরান সিংকে আউট করে। এরপর নতুন অধিনায়ক আইয়ার মাঠে নামেন এবং দুর্দান্ত ব্যাটিং করেন। আর্য তার সঙ্গে জুটি গড়লেও রশিদ খানের স্পিনে পরাস্ত হয়ে আউট হন।

সাই কিশোর পাঞ্জাবের আজমতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়েনিসকে আউট করলেও আইয়ার ও শশাঙ্ক সিংয়ের ব্যাটিং তাণ্ডব থামেনি। আইয়ার ৯টি ছক্কা ও ৫টি চারের মাধ্যমে ৯৭ রান করে ৩ রানের আক্ষেপে পোড়েন। শেষ ওভারে শশাঙ্ক ২৩ রান নিয়ে পাঞ্জাবের স্কোর ২৪৩ পর্যন্ত নিয়ে যান। তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান।

গুজরাটের শেষ দিকের বোলিং ছিল হতাশাজনক। শেষ ৮ ওভারে তারা ১৩৫ রান দিয়ে বসে। ফিল্ডিংও তেমন ভালো ছিল না। যার ফলে পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেয়।

ঢাকা/আমিনুল

Read Entire Article