আওয়ামী লীগ কখনো নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করেনি: এ্যানি

11 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে এটা কখনো চেষ্টা করেনি। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জনগণ-শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের জিম্মি করেছে। জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 এ্যানি

এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতে পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের বাইরে হোক বা ভেতরে হোক এ সমাজকে কেউ যদি কলুষিত করার চেষ্টা করে, গুলি-গালার যদি কোনো সাউন্ড আসে, চাঁদাবাজি করে এর ফল ভালো হবে না। কোনো দলের নেতা, পোস্ট-পদবীর বিবেচনা করে এর বিচার হবে না। সবাই সমান, নেতৃত্বে আছি, থাকতেই পারি।

দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

Read Entire Article