ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে রাবার ড্যামের বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ আবছার নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের রাবার ড্যামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। এ সময় রাবার ড্যাম থেকে আর বালু উত্তোলন করা হবে না মর্মে অভিযুক্ত আবছার মুচলেকা দেন।
অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জাগো নিউজকে বলেন, শুষ্ক মৌসুমে কৃষকদের চাষাবাদের পানি সরবরাহের জন্য রাবার ড্যাম তৈরি করেছে সরকার। কিন্তু রাবার ড্যামের অংশ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। এতে রাবার ড্যাম হুমকিতে পড়বে। বিশেষ করে বর্ষা মৌসুমে ড্যাম ক্ষতিগ্রস্ত হতে পারে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ আবছার নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে রাবার ড্যাম সংলগ্ন এলাকায় বালু সংরক্ষণ ও বিক্রি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। স্থানীয় কৃষক ও জনগণের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
এমডিআইএইচ/এএমএ