আটাব কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের আবেদন

12 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর বর্তমান কমিটি বাতিল ও টাস্কফোর্স থেকে বহিষ্কার করে প্রশাসক নিয়োগের আবেদন করেছে ট্রাভেল এজেন্টদের একটি গ্রুপ।

আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক মো. গোফরান চৌধুরী মঙ্গলবার (১৮ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এ আবেদন করেন।

বর্তমান আটাব কমিটির সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ্ আওয়ামী লীগপন্থি এবং তারা বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, আটাব সভাপতি সালাম আরেফ বিভিন্ন সময়ে টিকিটের গ্রুপ বুকিংয়ের মাধ্যমে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়গুলো বিবেচনা করে বর্তমান আটাব কমিটিকে টাস্কফোর্স থেকে বহিষ্কার করে আটাব কমিটি বাতিল পূর্বক প্রশাসক নিয়োগের অনুরোধ জানানো হয় আবেদনে।

আরএমএম/এমএইচআর/এএসএম

Read Entire Article