আদাবর ও মোহাম্মদপুরে ৩ ডাকাত গ্রেফতার

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শুভ হাওলাদার (২১), মো. রোহান (২০) ও আবদুল্লাহ হোসেন ওরফে মইদুল (২৫)।

শুক্রবার (১৪ মার্চ) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে র‌্যাব-২ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতরা জড়ো হয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর সময় ধাওয়া করে শুভ হাওলাদার ও রোহানকে আটক করা হয়। তাদের চার-পাঁচজন সহযোগী পালিয়ে যান।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন। তারা সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা-পয়সা, মোবাইল ও জিনিসপত্র ছিনিয়ে নেন।

এদিকে গতকাল রাতে র‌্যাব-২-এর আরেকটি দল রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী আবদুল্লাহ হোসেন নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, ছিনতাইসহ মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন এএসপি খান আসিফ তপু।

টিটি/এএমএ/এএসএম

Read Entire Article