আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন: শামা ওবায়েদ

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২১ মার্চ ২০২৫   আপডেট: ২২:১৭, ২১ মার্চ ২০২৫

 শামা ওবায়েদ

বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখছেন শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আপনারা এ দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশসহ সারা বিশ্বের আপনাদের ওপর ভরসা রয়েছে। আমরাসহ সবাই চাই আপনারা সফল হন। আপনাদের সফলতা তখনই হবে, যখন সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।” 

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমী স্কুল মাঠে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, “এখন সংস্কারের সঙ্গে সঙ্গে মানুষের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা দুর্নীতিমুক্ত সংসদ পাব। সংসদ সদস্যরা সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য তারা কথা বলবেন।”

তিনি আরো বলেন, “যতটুকু সংস্কার প্রয়োজন তা অতি দ্রুত সময়ের মধ্যে করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায়, তারা কেউ দেশের ভালো চায় না। তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু।”

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

সভায় মহুরম কে এম ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ঢাকা/তামিম/মাসুদ

Read Entire Article