আবরার হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বুয়েট শিক্ষার্থীরা

9 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

রোববার (১৬ মার্চ) বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এক বিবৃতিতে এই দাবি জানান।

৫ আগস্টের পর আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়া বুয়েট শিক্ষার্থীদের হতভম্ব করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মুনতাসির আল জেমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আবরার ফাহাদ হত্যায় তার ভূমিকার জন্য বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ফাঁসির আসামির স্থান হওয়ার কথা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে আবৃত কনডেম সেলে। সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক এবং আমাদের জন্য লজ্জার। এই পলায়ন শহীদ আবরার ফাহাদের রক্তের সঙ্গে গাদ্দারি।

বিবৃতিতে সরকারের কাছে দ্রুত খুনি মুনতাসির আল জেমিসহ বাকি পলাতক আসামিদের খুঁজে বের করে গ্রেফতার করার দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, জেমির পলায়নে সহযোগিতাকারী প্রত্যেককে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো ধরনের সহিংসতা, অনাচার বা অপকর্মের স্থান নেই। আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সংগঠনের বিরুদ্ধে যেমন কঠোর অবস্থান নিয়েছি, তেমনি কোনো ছাত্র সংগঠনই যেন ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সহিংসতা বা অনিয়মের আশ্রয় না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকবো। বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির নামে কোনো অপকর্মের সুযোগ দেওয়া হবে না।

প্রকাশ্যে, গোপনে বা ছত্রছায়ায় কোনো ধরনের ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে চান না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।

ইএ/জেআইএম

Read Entire Article