সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির শঙ্কা

13 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সিলেটে ঝড়ো হাওয়ার সঙ্গে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সোয়া ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া যায়। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

নগরীতে রাত ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ১২টার দিকে প্রায় আধা ঘণ্টাব্যাপী তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এই সময়ে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

আকস্মিক এ শিলাবৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন।

এর আগে রাত ৮টা থেকে বিভিন্ন উপজেলায় থেমে থেমে শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ফসলি জমি ও বাড়িঘর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

শিলাবৃষ্টির ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফাগুনের শেষে বৃহস্পতিবার প্রথমে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঝড়ো হাওয়া সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া যায়। এরপর জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ ও গোয়াইনঘাটসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

আকস্মিক শিলাবৃষ্টিতে ঘরের টিন ও ফসলি জমি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার কৃষকরা। বড় বড় শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ফুটো হয়ে গেছে।

জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা আয়না মিয়া বলেন, ‘শিলাবৃষ্টিতে আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে। এখন বাইরে পানি পড়ার আগে আমার ঘরে পানি পড়বে। শুধু আমার নয়, আমার এলাকার অনেক পরিবারের একই অবস্থা, টিনের চাল ও ফসলের মাঠ শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

জকিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল বাছিত বলেন, ‘রাত ১০টার দিকে তুমুল ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস ছিল। সেই পূর্বাভাসের আলোকে সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আহমেদ জামিল/ইএ

Read Entire Article