ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৫৫, ১৫ মার্চ ২০২৫
রান পাচ্ছিলেন না মুমিনুল হক। কিন্তু আবাহনী লিমিটেডের কোচ হান্নান সরকারের আস্থা ছিল প্রবল। মুমিনুল ভালো করবেন-ই। সেই আস্থার প্রতিদান মুমিনুল দিলেন ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলে। কিন্তু, ৮ রানের আক্ষেপে পুড়েছেন।
তিন অঙ্কের ছোঁয়ার দারুণ সুযোগ থাকলেও স্পিনার আইচ মোল্লার বলে বোল্ড হয়ে যান। ৭৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় সাজান তার দৃষ্টিনন্দন ইনিংস। মুমিনুলের রান পাওয়ার দিনে অবশ্য আবাহনী জিতেছে অনায়েসে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩১০ রান করেছে আবাহনী লিমিটেড। জবাব দিতে নেমে ব্রাদার্স ৭ উইকেটে ২৩০ রানের বেশি করতে পারেনি।
মুমিনুল বাদে এই ম্যাচে রান পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। ৮৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন। রান পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রানে থেমে যায় তার ইনিংস। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ২৩ ও মাহফুজুর রাব্বী ২৮ রান করেন।
ব্রাদার্সের সেরা বোলার ছিলেন পেসার আল-আমিন হোসেন। ৪১ রানে ২ উইকেট নেন তিনি।
ব্রাদার্স জবাব দেয় অধিনায়ক মাইশুকুর রহমান রিয়েলের ব্যাটে। ৭৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন তিনি। এছাড়া দলের হয়ে ফিফটি পাননি কেউ।
মিজানুর রহমান ৪৫ ও অলোক কাপালি ৩৩ রান করেন। আবাহনীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহরব হোসেন।
পাঁচ ম্যাচে চার জয়ে আবাহনী এখন টেবিল টপার। রান রেটে তারা এখন সবাইকে ছাড়িয়ে। ব্রাদার্সের এটি পঞ্চম ম্যাচে চতুর্থ হার।
ঢাকা/ইয়াসিন