আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনেও তাদের বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায়।

এর আগে সন্ধ্যায় সচিবালয় থেকে ফিরে কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন তারা। ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনা করতে যান।

আলোচনায় অংশগ্রহণকারীদের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। তারা বললেন— সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে।

তিনি বলেন, সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বললেন— আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম, যেন অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ প্রদান করা হয়। নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমরা রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে।

এর আগে গতকাল সকালে শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ করে তারা। দুপুরের দিকে পুলিশ তাদের জলকামান ও লাঠিপেটা করে সরিয়ে দিলে কিছুক্ষণ পর জাদুঘরের সামনে অবস্থান নিয়ে রাত পর্যন্ত বিক্ষোভ করেন। ওরে শহীদ মিনারে রাত্রিযাপন করে মঙ্গলবার সকালে পুনরায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা এখনো সেখানেই অবস্থান করছেন।

এমএইচএ/এমএএইচ/এএসএম

Read Entire Article