ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউআইইউ শিক্ষার্থীরা

1 day ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১৮:১১, ২৪ মার্চ ২০২৫

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউআইইউ শিক্ষার্থীরা

ইউআইইউ মার্স রোভার দলের সদস্যরা

মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার’ দল।

এ প্রতিযোগিতা আগামী ২৮ মে থেকে ৩১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহ’তে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে।

মার্স সোসাইটি প্রতিবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এ রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ বছরের প্রতিযোগিতায় ১১৪টি দল প্রাথমিকভাবে অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৬টি দল সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ (এসএআর) প্যাকেজ জমা দেয়।

এসএআর-এ ১০০ এর মধ্যে ৯২.৫৩ নম্বর অর্জন করে ‘ইউআইইউ মার্স রোভার’ দল ফাইনাল রাইন্ডের জন্য নির্বাচিত হয়। দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক আবিদ হোসাইন।

দলটি রোভারসহ তাদের উন্নত প্রযুক্তি মার্স রোভার সিস্টেম নিয়ে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫-এর ফাইনাল রাউন্ডে ইউআইইউ তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ঢাকা/মেহেদী

Read Entire Article