ইয়ামালের দাবি বার্সাই চ্যাম্পিয়নস লিগ জিতবে 

16 hours ago 7
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১০:৪০, ১৯ মার্চ ২০২৫  

ইয়ামালের দাবি বার্সাই চ্যাম্পিয়নস লিগ জিতবে 

লামিনে ইয়ামাল ১৬ বছর বয়সে স্পেনকে করেছিলেন স্পেনের সেরা। এবার এই তরুণ প্রতিভা নতুন মিশনে নেমেছেন। তিনি তার ক্লাব বার্সালোনাকে চলমান মৌসুমে ইউরোপ সেরা করতে চান, জেতাতে চান চ্যাম্পিয়নস লিগ। এই ১৭ বছর বয়সী উইঙ্গারের দাবি চ্যাম্পিয়নস লিগ জেতার দৌড়ে সবার আগেই আছে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে, বার্সেলোনা ৪-১ অ্যাগ্রিগেট ব্যবধানে পরাজিত করে পর্তুগিজ জায়ান্ট বেনফিকাকে। ফলে খুব সহজেই ১৬টি দলের রাউন্ড পার করে কাতালান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে বার্সা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। জার্মান ক্লাবটি তাদের ঘরোয়া মৌসুমে কঠিন সময় পার করছে।

অন্যদিকে ইয়ামাল কাটাচ্ছেন অসাধারণ এক মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৩টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট। এই আত্মবিশ্বাস থেকেই এই তরুণ বলে ফেললেন, চ্যাম্পিয়নস লিগা তারাই জিতবে। প্রতিপক্ষে গত মৌসুমে রানার্স আপ জেনেও আত্মবিশ্বাসে কমতি নেই তরুণ উইঙ্গারের।

ইয়ামাল স্প্যানিশ সংবাদপত্র স্পোর্টকে এক সাক্ষাৎকারে বলেছিলে, "আমরাই চ্যাম্পিয়নস লিগে ফেবারিট। যখন গ্রুপ পর্ব শেষ হয়েছিল, আমি বলেছিলাম ফেবারিট কারণ তারা প্রথম স্থানে ছিল। কিন্তু এখন তারা হেরে (পিএসজির বিপক্ষে শেষ ষোলোতে) গেছে, তাই ফেবারিট এখন আমরাই।”

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির কাছে ৬-৪ অ্যাগ্রিগেট ব্যবধানে হারে বার্সেলোনা। তবে এবার জার্মান ম্যানেজার হান্সি ফ্লিকের অধীনে এ যেন এক বদলে যাওয়া বার্সা। ইয়ামাল সেই কথায় মনে করিয়ে দিলেন, “আমরা গত বছর পিএসজির কাছে হেরেছিলাম, সেই তুলনায় এবার আমরা সম্পূর্ণ ভিন্ন দল।”

ইয়ামাল বর্তমানে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলের দায়িত্বে ব্যস্ত। তিনি এখন স্পেনকে উয়েফা ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন করার মিশনে ব্যস্ত। মার্চের ২০ ও ২৩ তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে দুই লেগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন।

ঢাকা/নাভিদ

Read Entire Article