ঈদের ছুটিতে আসা প্রবাসীর প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায়

11 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল শেখ (২২) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া–দোলান বাজার আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৬ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত নেয়ামুল শেখ জাঙ্গালীয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আলমগীর শেখের ছেলে। তিনি সৌদি প্রবাসী। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।

আহতরা হলেন, নেয়ামুলের বোন নাদিয়া (১৮), মামাতো ভাই মাশফিক (১২)। অপর মোটরসাইকেলে থাকা উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের হাবিব উল্লাহর ছেলে রিয়াদ শেখ (১৯) ও জাহাঙ্গীরের ছেলে পলাশ আল আমিন (১৯)। তারা দুজনই গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে রিয়াদ কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের ছাত্র ও আল আমিন পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র।

ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামুল তার বোন ও মামাতো ভাইকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে নোয়াপাড়া সড়ক ধরে দোলান বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া মোটরসাইকেলে থাকা তার বোন নাদিয়া ও মামাতো ভাই মাশফিককে আহত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য মোটরসাইকেলে থাকা রিয়াদ ও আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুর রহমান আরমান/এমএন/এএসএম

Read Entire Article