এ আর রহমানের ধর্ম পরিবর্তন নিয়ে যা বললেন বন্ধু রাজীব

16 hours ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

এ আর রহমানের ধর্ম পরিবর্তনের ঘটনা নিয়ে তার দীর্ঘদিনের বন্ধু নির্মাতা রাজীব মেনন নতুন তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান ও তার পরিবারের ইসলাম ধর্ম গ্রহণের সময় তাদের পাশে ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানা ও রহমান পরিবারের মধ্যে অনুবাদকের ভূমিকা পালন করতেন সেই সময়।

কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এ আর রহমান। যদিও তিনি এখন অনেকটাই সুস্থ। চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক রাজীব মেননের সঙ্গে রহমানের দীর্ঘদিনের বন্ধুত্ব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি রহমানের অসুস্থতা নিয়ে কথা বলার পাশাপাশি জানিয়েছেন, কীভাবে রহমান দিলীপ থেকে রহমান হয়েছিলেন। কীভাবে রহমান সমস্ত কষ্ট থেকে নিজেকে বের করে এনেছিলেন, সেটাও জানালেন তিনি।

সম্প্রতি ‘ওটু ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে রাজীব জানান, এ আর রহমানকে তিনি তখন থেকে চেনেন, যখন তিনি এ আর রহমান নন, দিলীপ কুমার ছিলেন। রহমান তখন ভীষণ লাজুক ধরনের মানুষ ছিলেন। তিনি আরও জানিয়েছেন, রহমান ও তার পরিবারের ইসলাম ধর্মের প্রতি ঝোঁক কতখানি ছিল, তা তিনি নিজের চোখে দেখেছেন।

রাজীব মেনন রহমানের সাথে তার বন্ধুত্বের কথা বলতে গিয়ে জানান, গুলবর্গা থেকে যখন ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানা আসতেন রহমানের বাড়িতে, তখন তিনি তাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন। মাওলানারা রহমানের পরিবারকে ইসলাম ধর্ম গ্রহণে সাহায্য করছিলেন, কিন্তু তারা হিন্দি বলতে পারতেন না তাই দুপক্ষের অনুবাদের কাজ করতেন রাজীব।

রাজীব বলেন, ‘এক সময় আমি প্রতিদিন রহমানের বাড়ি যেতাম। আমি দেখতাম তাদের বাড়ি প্রায়ই ইসলাম গ্রহণ করিয়ে দেওয়া মাওলানারা আসতেন। তাদের পুরো পরিবারের ইসলাম ধর্মের প্রতি ঝোঁক এবং বিশ্বাস দেখেছি। আমি দেখেছি রহমানের পরিবার অনেক চাপের মধ্যে ছিলেন, বিশেষ করে বোনদের বিয়ের ক্ষেত্রে।’

এ প্রসঙ্গে রাজীব আরও জানিয়েছেন, রহমান সবসময় তাকে বলতেন যে, সংগীতের মাধ্যমে তিনি সব ভুলে যেতে পারেন। অস্কার বিজয়ী শিল্পী মনে করতেন, সৃষ্টিকর্তা যদি তাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তিনি তার সংগীতের মাধ্যমে সেই কষ্ট থেকে উদ্ধার হতে পারবেন।

এমএমএফ/জেআইএম

Read Entire Article