ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সমাজে যারা পিছিয়ে রয়েছেন তাদের সামনে নিয়ে আসতে হবে। তাদের দূরে ঠেলে দিলে বড় হওয়ার পথে অনেক কিছু কাজ করবে না। তাদেরকে একসঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। এখানে যারা আছে তারা এতিম নয়, আমরা তাদের পাশে আছি। তাদের সুখে-দুঃখে আমরা আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা শিশুদের নতুন পোশাক উপহার দিয়ে তাদের মুখে হাসি দেখতে চেয়েছি। আমরা এই হাসিটা নারায়ণগঞ্জবাসীদের মুখে ফোটাতে চাই। আমাদের মাঝে হাসি আনতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম