এনসিপির শ্রমিক উইং কো-অর্ডিনেটর কমিটি গঠন

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৬১ সদস্যের শ্রমিক উইং কো-অর্ডিনেটর কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে প্রধান সমন্বয়কারী হয়েছেন মাজহারুল ইসলাম ফকির। যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোশাররফ হোসেন স্বপন, শাহ আলম, আল-আমিন খান, আবু আব্দুল্লাহ, তৌহিদুল ইসলাম, আলেয়া খাতুন (দপ্তর), সজিব ওয়াফি, সৈয়দ মোহাম্মদ সোহরাব, আব্দুল বারেক ও মামুন চাকলাদার। কমিটিতে ৬১ জনকে সংগঠক হিসেবে পদ দেওয়া হয়েছে। এছাড়া ৮৯ জনকে সদস্য করা হয়েছে।

কমিটির ঘোষণাপত্রে বলা হয়, ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণী তাদের মৌল মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে অনেক শ্রমিক শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা।

যে আশা আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশ নিয়েছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করণের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা।

শ্রমিকদের সুসংগঠিত করতে আমরা আজ একটি কো-অর্ডিনেটর কমিটি ঘোষণা করছি, যারা সারাদেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে।

এনএস/এমএএইচ/

Read Entire Article