চবি সমাবর্তনে আসছেন ড. মুহাম্মদ ইউনূস

10 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এবং বিশেষ এ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়ে নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন অধ্যাপক ড. ইউনূস। পরে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রধান উপদেষ্টা।

আহমেদ জুনাইদ/এসআর/এএসএম

Read Entire Article